বরিশালের শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। যৌন হয়রানির অভিযোগ এবং অনিয়ম-দুর্নীতির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
দশম শ্রেণির শিক্ষার্থী জুলিয়া আক্তার জানান, প্রধান শিক্ষক হারুন রশিদ শিক্ষার্থীদের একাধিকবার যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন। আদালতের আদেশে প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাধা দেয় এবং বৃহস্পতিবার তার কার্যালয়ে তালা ঝুলিয়ে তাকে বিদায় করতে বাধ্য করে।
এক শিক্ষক জানান, বরখাস্ত থাকা অবস্থায় বিভাগীয় কমিশনার আপিল করে তার যোগদানে নিষেধাজ্ঞা দেন। এরপরেও তিনি শিক্ষাবোর্ডকে প্রভাবিত করে এবং বহিরাগতদের সাহায্যে বিদ্যালয়ে প্রবেশ করেন। এতে শিক্ষার্থীরা বাধা দিলে সংঘর্ষে কয়েকজন ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আন্দোলনের পর শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে তাদের কর্মসূচি শেষ হয়।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা যৌন হয়রানির অভিযোগ তুলেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নেব।”
প্রধান শিক্ষক হারুন রশিদের মোবাইল বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ে তালাবদ্ধ কার্যালয় ও শিক্ষকদের অনুপস্থিতির কারণে বিস্তারিত জানানো সম্ভব হয়নি।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম