শিরোনাম

বরিশালে ফার্মেসি বন্ধ: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ 

Views: 8

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বরিশালের সব ফার্মেসি বন্ধের ঘোষণা দিয়েছে। রবিবার সন্ধ্যায় সমিতির নেতারা ঘোষণা দেন যে, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফার্মেসি বন্ধ থাকবে।

নগরীর কালিবাড়ি রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বিতল ভবন রাতের আঁধারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমিতির দাবি, শনিবার গভীর রাতে ইকবাল আজম খান ও তার সহযোগীরা জমি-সংক্রান্ত বিরোধের জেরে ভবন ভাঙচুর করেন।

ভাঙচুরের মধ্যে ভবনের দেয়াল, টয়লেট, দ্বিতীয় তলার টিনের শেড, দরজা-জানালা, এসি, এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। নিচতলার ওষুধের দোকানেও ভাঙচুর চালানো হয়। নেতারা দাবি করেন, এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিক্ষোভ এবং দাবি ::

রবিবার সন্ধ্যায় বরিশালের সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা বিক্ষোভ করেন। তারা কাল সোমবার সকাল ১০টার মধ্যে কোনো সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম জানিয়েছেন, ঘটনাটি বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ আকারে দায়ের করা হয়েছে। এ ঘটনায় এক শ্রমিককে আটক করা হয়েছে। তবে সমিতির নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভোগান্তিতে রোগী ও স্বজনরা ::

ফার্মেসি বন্ধের কারণে বরিশালে রোগী এবং তাদের স্বজনরা ওষুধ কিনতে পারছেন না। অনেকের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করে ফার্মেসিগুলো চালু করা হোক।

দোষীদের গ্রেপ্তার না হলে বরিশালের সব ফার্মেসি বন্ধ থাকবে এবং সমিতি নতুন কর্মসূচি নেবে বলে নেতারা জানিয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *