শিরোনাম

হেলসের সেঞ্চুরি, ছক্কার রেকর্ডে বিধ্বস্ত সিলেট

Views: 7

বিপিএলের ইতিহাসে রেকর্ড ছক্কার ম্যাচে অ্যালেক্স হেলসের বিস্ফোরক সেঞ্চুরিতে উড়ে গেল সিলেট স্ট্রাইকার্স। সোমবার সিলেটে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে চলতি আসরে টানা চতুর্থ জয় তুলে নেয় রংপুর রাইডার্স।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ:

সিলেটের সংগ্রহ: ২০৫/৭

রংপুরের জবাব: ২০৬/২ (১৮.৩ ওভার)

উজ্জ্বল পারফর্মার:

অ্যালেক্স হেলস: ১১৩* (৫৬ বল, ১০ চার, ৭ ছক্কা)

সাইফ হাসান: ৮০ (৪৯ বল, ৩ চার, ৭ ছক্কা)

তানজিম হাসান সাকিব (সিলেট): ২৩ রানে ২ উইকেট

 

ছক্কার রেকর্ড:

ম্যাচে মোট পড়েছে ৩১টি ছক্কা, যা বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালের দুই ম্যাচে পড়েছিল ২৯টি ছক্কা।

প্রথম ইনিংস:

টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে রনি তালুকদার (৫৪) ও জাকির হাসান (৫০) হাফসেঞ্চুরি করেন। শেষ দিকে অ্যারন জোনস ১৯ বলে ৩৮ রান ও জাকের আলী ৫ বলে ২০ রানে রানের গতি বাড়ান।

রংপুরের দাপট:

প্রথম ওভারে ওপেনার আজিজুল হাকিম ডাক মেরে ফিরলেও হেলস ও সাইফের ১৮৬ রানের জুটিই ম্যাচ শেষ করে দেয়। সাইফ আউট হলেও হেলস সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এই জয়ে রংপুর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *