শিরোনাম

টস হেরে ব্যাট করছে রাজশাহী, চ্যালেঞ্জ বরিশালের সামনে

Views: 6

ঢাকা পর্বে সুবিধা করতে না পারা দূর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্লে-অফের লক্ষ্য নিয়ে। দুই দলই সমানসংখ্যক ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। তাই আজকের ম্যাচটি তাদের এগিয়ে যাওয়ার বড় সুযোগ।

ম্যাচ শুরুর আগে টস ভাগ্যে হাসে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহীকে।

এ রিপোর্ট লেখার সময় ১০ ওভার শেষে দূর্বার রাজশাহীর সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৬ রান। ইনিংসের শুরুতেই ২২ রান করে আউট হয়েছেন মোহাম্মদ হারিস, আর ওপেনার জিসান আলম খেলেছেন ৩৮ রানের মূল্যবান ইনিংস। ক্রিজে তখন এনামুল হক বিজয় (২২) এবং ইয়াসির আলী রাব্বি (১) টিকে রয়েছেন।

এর আগে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও দুই দলের দেখা হয়েছিল। সে ম্যাচে রাজশাহী ১৯৭ রানের চ্যালেঞ্জ দিয়েও মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে ম্যাচ হেরে যায়। পরের দুই ম্যাচে একটিতে জয় এবং আরেকটিতে বড় ব্যবধানে হারের কারণে তাদের ফর্ম নিয়ে প্রশ্ন থেকে গেছে।

ফরচুন বরিশালও সমানসংখ্যক ম্যাচে মাত্র একটি জয় পেলেও এই ম্যাচে তাদের আত্মবিশ্বাসী দেখাচ্ছে। এবার তাদের সামনে প্রতিশোধের সুযোগ।

অন্যদিকে, রাজশাহী টিকে থাকতে আজ পুরো শক্তি দিয়ে লড়াই করবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা হাসবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *