শিরোনাম

ফের জয়ের ছন্দে তামিমের বরিশাল

Views: 8

দুর্দান্ত পারফরম্যান্সে আবারও জয়ের পথে ফিরল ফরচুন বরিশাল। আজ সোমবার সিলেটে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামা দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারায় তামিম ইকবালের দল। অধিনায়ক তামিমের বিধ্বংসী ব্যাটিং এবং শাহীন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে বরিশাল তুলে নেয় অনায়াস জয়।

রাজশাহীর ইনিংস: অল্প রানে আটকে গেল ::

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী ইনিংসের শুরুটা দারুণ করে। পাওয়ার প্লে’তে মাত্র ১ উইকেট হারিয়ে তোলে ৬০ রান। তবে শেষ ৫ ওভারে রান তোলার গতি কমে যায়। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৮।
রাজশাহীর ওপেনার মোহাম্মাদ হারিস শুরুটা দারুণ করলেও ১৬ বলে ২২ রান করে ফিরে যান। আরেক ওপেনার জিসান আলম ২৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দলের অধিনায়ক এনামুল হক বিজয় করেন সর্বোচ্চ ৩৯ রান। তবে ৩৫ বল খরচ করায় রানের গতি কমে যায়। ইয়াসির আলী রাব্বি ২৩ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলে স্কোরবোর্ডে ভালো ভরসা দেন।
বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শাহীন শাহ আফ্রিদি। তিনি ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তার সাথে তানভীর ইসলাম এবং ফাহিম আশরাফ একটি করে উইকেট শিকার করেন।

বরিশালের জয়ের ছন্দ: তামিমের ঝড়ো ব্যাটিং

রাজশাহীর ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশালকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক তামিম ইকবাল। ৪৮ বলে অপরাজিত ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১০টি চারের সাথে ৪টি ছক্কা। তার সঙ্গী মুশফিকুর রহিমও ছিলেন বেশ আত্মবিশ্বাসী। মুশফিক ২৪ বলে করেন ৩৪ রান।
বরিশালের এই জুটির সুবাদে তারা ১৭.৩ ওভারেই ম্যাচ শেষ করে। ৭ উইকেটের দাপুটে জয়ে সিলেটে নতুন আত্মবিশ্বাস পেল বরিশাল।

এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল ৩ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করল। অন্যদিকে, ৪ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দূর্বার রাজশাহী।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *