বিপিএলে টানা তিন ম্যাচে হারলো সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগেও বরিশালের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বৃত্ত থেকে বের হতে পারলো না আরিফুল হকের দল। অন্যদিকে, জয় পেয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে জায়গা পোক্ত করলো ফরচুন বরিশাল।
অপরাজিত মায়ার্স, বিধ্বংসী বরিশাল
মঙ্গলবারের ম্যাচে বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেন কাইল মায়ার্স এবং তৌহিদ হৃদয়। ১২৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফরচুন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল (০) এবং নাজমুল হোসেন শান্ত (২) ফিরে যান। দলীয় মাত্র ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বরিশাল।
কিন্তু তৌহিদ হৃদয় এবং কাইল মায়ার্স গড়ে তোলেন দারুণ জুটি। হৃদয় ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হলেও মায়ার্স ছিলেন অপরাজিত। ৩৪ বলে ৫৯ রান করেন তিনি। তাদের দাপটেই বরিশাল ৫৭ বল হাতে রেখে জয় তুলে নেয়।
ধসে পড়া সিলেটের ইনিংস
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট স্ট্রাইকার্স ১২৫ রানেই অলআউট হয়। ওপেনার রনি তালুকদার (০) দ্রুত ফিরে যান। কর্নওয়ালের ব্যাট থেকে আসে ১৮ রান। মাঝের ওভারে জর্জ মানসি (২৮) এবং জাকির হাসান (২৬) চেষ্টা করলেও রিশাদ হোসেন ও জাহানদাদ খানের বোলিং ধ্বংস করে সিলেটের লাইনআপ।
সিলেটের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক আরিফুল ইসলাম। দলীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ায় চাপে পড়ে সিলেট। বরিশালের হয়ে রিশাদ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। জাহানদাদ খানও সমান ৩ উইকেট তুলে নিয়ে করেন বড় ক্ষত।
পয়েন্ট তালিকার চিত্র
এই হারে সিলেট স্ট্রাইকার্স টানা তিন ম্যাচ হেরে এখন পয়েন্ট তালিকার তলানিতে। অন্যদিকে, ফরচুন বরিশাল ৪ ম্যাচে ৩টি জয় নিয়ে দ্বিতীয় অবস্থানে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম