সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মনির তালুকদার নামের এক যুবককে পাচারের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালে দায়ের করা এ মামলায় আদালত গৌরনদী থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযুক্তরা হলেন:
1. মো. মনির ফকির
2. দোহাই ফকির
3. শম্পা বেগম
4. জাহানারা বেগম
মামলার বিবরণ
গৌরনদী থানার পূর্ব ডুমুরিয়া গ্রামের মো. মনির তালুকদার মঙ্গলবার (৬ জানুয়ারি) বরিশালের মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেন। বাদীর ভাষ্য মতে, ২০২৪ সালের ৩ মার্চ আসামিরা সৌদি আরবে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা নেন। পরে ওই বছরের ৬ এপ্রিল বাদীকে সৌদি আরব পাঠানো হয়।
তবে, সৌদি আরবে পৌঁছানোর পর তাকে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। স্থানীয় পুলিশের সহায়তায় মনির দেশে ফিরে আসেন। দেশে ফিরে মঙ্গলবার তিনি আদালতে মামলা করেন।
মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ অভিযোগ আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. তুহিন মোল্লা নিশ্চিত করেছেন।
এ ঘটনাটি আবারও বিদেশে কাজের প্রলোভনে পাচারের বিষয়ে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম