পিরোজপুরের কাউখালী উপজেলার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিং কর্মসূচি শুরু করেছে উপজেলা বিএনপি। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে উপজেলার ৫টি ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক ব্যবসায়ী এবং অসাধু ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা প্রতিষ্ঠানের নামে মানুষের সঙ্গে মামলা-হামলা ও হয়রানি করছে। এমনকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেনও হচ্ছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি লক্ষ্য করা হয়ে, এবং এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক ও সচেতন করা হয়েছে। জনগণকে পুলিশের সাহায্য গ্রহণ করারও আহ্বান জানানো হয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “ফ্যাসিবাদী সরকারের অধীনে দেশের প্রতিটি ক্ষেত্রে অপকর্ম বৃদ্ধি পেয়েছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি এই অনৈতিক কার্যকলাপগুলো রোধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।” তিনি আরও জানান, “অনেক নামধারী রাজনীতিক মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সঙ্গে যোগসাজশ করে জনসাধারণকে হয়রানি করছে, এই সব অপকর্মের বিরুদ্ধে কাউখালী বিএনপি কড়া পদক্ষেপ নেবে এবং এসব অপব্যবহার বন্ধ করার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।”
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”