শিরোনাম

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

Views: 8

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে বিএনপি চেয়ারপারসন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করেছেন। তিনি রাত ১১টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন। এর আগে, ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি বিমানবন্দরে পৌঁছায়।

বিমানের নির্ধারিত সময়ের পর পৌঁছান খালেদা জিয়া ::

খালেদা জিয়া বিমানে ওঠার পূর্বে সন্ধ্যা ১০টা ৪৮ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। এর আগেই সড়কে তার নেতাকর্মীদের বিপুল উপস্থিতির কারণে এক ঘণ্টা পরে বিমানবন্দরে পৌঁছান তিনি। খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সাবেক প্রধানমন্ত্রীকে হাত নেড়ে বিদায় জানান।

বয়স-সীমিতের কারণে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ::

এতদিন পর মা-ছেলের পুনর্মিলন ঘটবে, কারণ সাড়ে সাত বছর পর খালেদা জিয়া তার ছেলে, বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করবেন।

চিকিৎসা পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা ::

লন্ডনের চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন, খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি হসপিটালে স্থানান্তর করা হতে পারে। চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরবেন, সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *