চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাওয়ার আগে বিমানবন্দরে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়া বলেন, “আপনি সকলকে বলবেন, তারা যেনো আমার জন্য দোয়া করেন। আর আমি আল্লাহর কাছে এই দোয়া চাচ্ছি, আল্লাহ যেন এই দেশকে এবং দেশবাসীকে ভাল রাখেন, তাদের কল্যাণ করেন।”
বিএনপির দাবি, ফ্যাসিস্ট সরকারের কারণে খালেদা জিয়া অসুস্থ
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের ফলে মিথ্যা মামলায় ৬ বছর ধরে আটক ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর বিএনপি বারবার সরকারকে অনুরোধ করলেও তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি।
শুভকামনায় বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল আরও বলেন, আল্লাহর রহমতে ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হন। এখন তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, বিএনপি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছে এবং আশা করছে, খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম