জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এছাড়া গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি বলেন, “ই-পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসীরা এসএমএসের মাধ্যমে তথ্য পাবেন। এ উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।”
পাসপোর্ট অফিসগুলোকে দালালমুক্ত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান উপ-প্রেস সচিব। তিনি বলেন, পাসপোর্ট অফিসের পাশে দোকানগুলোর আশেপাশে গড়ে ওঠা দালাল চক্রকে নিয়ন্ত্রণে আনা হবে এবং এজেন্ট নিয়োগের মাধ্যমে নতুন পদ্ধতিতে আবেদন করার সুযোগ তৈরি করা হবে।
চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বই ছাপার কাজ শেষ হবে বলে জানান আজাদ মজুমদার। তিনি বলেন, “বই পেতে দেরির জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। দেশেই সব বই ছাপানোর কারণে সময় লেগেছে।”
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম