শিরোনাম

ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে পটুয়াখালী প্রস্তুত ৮টি মাঠ 

Views: 10

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পটুয়াখালী শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলকে সফল করতে আটটি মাঠ প্রস্তুত করা হচ্ছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে পাঁচ লাখেরও বেশি মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। তাই কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ ছাড়াও শ্রোতাদের জন্য অতিরিক্ত সাতটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিসি বাংলো পার্ক, লতিফ স্কুল মাঠ, আক্কেল আলী কলেজ মাঠ, সোনালি ব্যাংক সংলগ্ন মাঠসহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আয়োজন।

শ্রোতাদের সুবিধার্থে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাজারো স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে শৃঙ্খলা বজায় রাখার জন্য। পাশাপাশি পর্যাপ্ত মাইক ও ভিজ্যুয়াল সিস্টেম স্থাপন করা হচ্ছে যাতে সব মাঠ থেকে বক্তব্য স্পষ্ট শোনা যায়।

পটুয়াখালী শহরে মাহফিলের আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের মাহফিল শান্তিপূর্ণ এবং সফল করার জন্য সবধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *