বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা ও ভাঙচুর

বরিশাল মহানগর বিএনপির দুই প্রভাবশালী নেতা—মহানগর যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাড়িতে বুধবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে দুর্বৃত্তরা একযোগে হামলা চালায়।

সৈয়দ আকবর জানান, ৩০-৪০ জনের একটি মোটরসাইকেল বহর তার বাড়িতে হামলা চালায়। হেলমেট ও টুপি পরিহিত হামলাকারীরা দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি এবং হকিস্টিক দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করে। তাদের চিহ্নিত করতে না পারায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান।

অপরদিকে, নাজিরের পোল এলাকা থেকে ১২টি মোটরসাইকেল এবং থ্রি-হুইলার নিয়ে দুর্বৃত্তরা জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট, ভেতরের মোটরসাইকেল এবং আশপাশে ভাঙচুর চালায়। হামলার সময় বিএনপি নেতা লিটু বাসায় ছিলেন, যার ফলে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহানগর বিএনপির নেতারা, যেমন—মীর জাহিদুল কবির, কেএম শহীদুল্লাহ, মহসিন মন্টু এবং আনোয়ারুল হক তারিন। নেতারা হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় না পাওয়া গেলেও, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ কোন্দল কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা হতে পারে। তবে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম