কুয়াকাটার চর বিজয়ে ভ্রমণে গিয়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে ঘন কুয়াশায় পথ হারান ১৪ জন পর্যটক। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ তাদের উদ্ধার করে।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে চর বিজয় থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির এবং তার স্ত্রীসহ মোট ১৪ জন একটি ফাইবার বোটে চর বিজয়ে যান। দুপুর ১টার দিকে চর বিজয়ে পৌঁছানোর পর বিকেল ৩টায় কুয়াকাটায় ফেরার সময় বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। একই সঙ্গে ঘন কুয়াশার কারণে বোটচালক জাকির হোসেন পথ হারিয়ে ফেলেন।
কঠিন পরিস্থিতিতে ডা. ইসতিয়াক আবির জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন জানান, জরুরি সেবা থেকে তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্পিডবোটসহ তারা উদ্ধার অভিযান শুরু করেন। দ্রুত পর্যটকদের অবস্থান শনাক্ত করে নিরাপদে কুয়াকাটা সৈকতে ফিরিয়ে আনা হয়।
উদ্ধারের পর পর্যটকরা সুস্থ আছেন বলে নিশ্চিত করেন দেলওয়ার হোসেন।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”