পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে সরকারি রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার ঘটনায় ৩০টি পরিবার ও মাদ্রাসার শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা কবির হোসেন মোল্লা ও তার ভাই জসিম মোল্লা প্রায় ২২ দিন ধরে রাস্তা দখল করে সেখানে টয়লেট ও টিনশেড ঘর নির্মাণ করেছেন।
বুধবার (৮ জানুয়ারি) কর্পূরকাঠী গ্রামে এ ঘটনার প্রতিবাদে শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী মানববন্ধন করেন। এলাকাবাসী জানিয়েছেন, ৪০ বছরের পুরনো এই রাস্তাটি ৩০ পরিবারের চলাচলের একমাত্র পথ। কর্পূরকাঠী ইদ্রিসিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফরিদ ও চাঁদনী জানান, রাস্তা বন্ধ থাকায় তাদের মাদ্রাসায় যেতে প্রায় ১ কিলোমিটার ঘুরতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবু কালাম বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দে একাধিকবার রাস্তার উন্নয়ন করা হয়। তবে কবির ও জসিম মোল্লা জোরপূর্বক জমি নিজেদের বলে দাবি করে রাস্তা বন্ধ করেছেন। তারা গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত উপেক্ষা করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
এ বিষয়ে মাদ্রাসার সুপার আবুল বশার বলেন, “রাস্তাটি দীর্ঘদিনের। এটি সচল রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।” অন্যদিকে, অভিযুক্ত কবির হোসেন বলেছেন, “এই রাস্তার জমি আমাদের, তাই আমরা রাস্তা বন্ধ করেছি।”
উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানিয়েছেন, সরকারি জমি দখল কিংবা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির সুযোগ নেই। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”