সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর ভয়াবহ আগুন লাগার ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন পুড়ে নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সোয়া তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানিয়েছেন, যাত্রীবাহী একটি বাস পেছন থেকে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ধাক্কা দেওয়া বাস এবং পাশে থাকা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে।
অ্যাম্বুলেন্সের আগুনে পুড়ে ঘটনাস্থলেই থাকা চারজনের মৃত্যু হয়। তবে বাস দুটির যাত্রীরা সময়মতো নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়ক পুনরায় সচল করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”