শেষ ওভারে প্রয়োজন ছিল ২৬ রান। বল হাতে ছিলেন কাইল মায়ার্স, যিনি প্রথম ওভারে দিয়েছিলেন মাত্র ৩ রান। রংপুর রাইডার্সের নির্ভরযোগ্য ব্যাটারদের কেউই উইকেটে ছিলেন না। তবুও ম্যাচের নাটকীয়তা শেষ পর্যন্ত বদলে দেন নুরুল হাসান সোহান। তিন ছক্কা আর তিন চার মেরে এক ওভারে তুলে নেন ৩০ রান, যা রংপুর রাইডার্সকে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দেয়।
১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে। পাওয়ারপ্লেতে রানের গতি ছিল স্লো। প্রথম ১০ ওভারে তারা হারিয়ে বসে ৩ উইকেট। তখনো জয়ের জন্য দরকার ছিল ১৩০ রান। এ অবস্থায় ইফতিখার আহমেদ ও খুশদিল শাহর ঝড়ো জুটি দলকে খেলায় ফিরিয়ে আনে।
ইফতিখার-খুশদিলের লড়াই এবং বিতর্কিত আউট ::
ইফতিখার ও খুশদিল ৫৩ বলে গড়েন ৯১ রানের অসাধারণ জুটি। তবে শাহীন আফ্রিদি ও জাহানদাদ খানের বলে দুজনই আউট হয়ে যান। এরপর বিতর্কিতভাবে শেখ মাহেদি হাসান আউট হন “অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড”-এর জন্য। ঘটনাটি বেশ বিতর্কের জন্ম দেয়, কারণ মনে করা হচ্ছিল আউট হওয়া উচিত ছিল সোহানের।
সোহানের অবিশ্বাস্য ইনিংস::
শেষ ওভারে সোহান মাঠে নামেন রংপুরের শেষ ভরসা হয়ে। রানের পাহাড় তাড়া করতে তার দুর্দান্ত শটে বরিশাল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। কাইল মায়ার্সের ওভার থেকে ৩০ রান তুলে দলকে জিতিয়ে দেন সোহান।
তামিম-শান্তর রেকর্ড এবং মায়ার্সের ঝড়ো ইনিংস ::
ম্যাচে তামিম ইকবাল ছুঁয়ে ফেলেন বিপিএলে ৮,০০০ রানের মাইলফলক। নাজমুল হোসেন শান্ত করেন ৪১ রান, পাশাপাশি একটি রেকর্ড গড়েন—রান, উইকেট, আর ক্যাচ নেওয়ার একত্রিত কীর্তি। বরিশালের হয়ে মায়ার্সের ২৯ বলে ৬১ রানের ইনিংসও এই হারে ঢাকা পড়ে যায়।
শেষে, এদিন সব আলো কেড়ে নিলেন সোহানের স্মরণীয় পারফরম্যান্স।
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”