পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য মনোনীত করেছে সরকার। পবিপ্রবি আইন, ২০০১-এর ধারা ১৮ (১)(ট) এবং ১৮ (৪) অনুযায়ী এই মনোনয়ন দেওয়া হয়।
ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিনকে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এই নিয়োগ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
মো. শরফুদ্দিন পটুয়াখালীর দশমিনা উপজেলার অধিবাসী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি বিষয়ে এমএস এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। তাঁর পেশাগত দক্ষতা এবং শিক্ষা জীবনের অভিজ্ঞতা তাঁকে এই সম্মানে ভূষিত করেছে।
তাঁর পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের অ্যাডজাসেন্ট ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে গবেষণা সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁর দক্ষতাকে সমৃদ্ধ করেছে।
মো. শরফুদ্দিন একজন লেখকও। তাঁর লেখা “Physics Panacea” নামের একটি বই রয়েছে, যা শিক্ষার্থী এবং পেশাজীবীদের কাছে প্রশংসিত।
শিক্ষা এবং নেতৃত্বের ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব এবং বাঁধন ব্লাড ব্যাংকের সাবেক নির্বাহী সদস্য ছিলেন। এছাড়া তিনি এসএএম ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশমিনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং সেন্টার ফর ইয়ুথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন।
মো. শরফুদ্দিনের এই মনোনয়ন পবিপ্রবির উন্নয়ন এবং পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।