সরকারি জমিতে আওয়ামী লীগ নেতার রিসোর্ট, দখল নিল বিএনপি নেতা!
ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়নে সরকারি খাস জমিতে নির্মিত সোনিয়া রিসোর্ট দখলে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা—এমন অভিযোগ উঠেছে। রিসোর্টটি নির্মাণ করেছিলেন ঢালচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মেম্বার।
২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতা আত্মগোপনে রয়েছেন। এই সুযোগে ঢালচর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মাতব্বরের নেতৃত্বে রিসোর্টটি দখলের অভিযোগ করা হয়েছে।
কি ঘটেছে?
২০১৯ সালে তারুয়া সমুদ্র সৈকতের তীরে সরকারি খাস জমিতে ‘সোনিয়া রিসোর্ট’ নির্মাণ করেন মোস্তফা মেম্বার। রিসোর্ট পরিচালনার দায়িত্বে ছিলেন তার ভাতিজা হাসান। ভিডিও জবানবন্দিসহ একাধিক সূত্রে হাসান দাবি করেছেন, বিএনপি নেতাদের চাপের মুখে তাকে রিসোর্ট ছেড়ে দিতে হয়। ২৬ ডিসেম্বর তারা রিসোর্ট দখল করেন এবং জোর করে তার কাছ থেকে ভিডিও জবানবন্দি নেন।
অভিযুক্তের বক্তব্য:
রিসোর্ট দখলের অভিযোগ অস্বীকার করেছেন ঢালচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাতব্বর। তার দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
প্রশাসনের প্রতিক্রিয়া:
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেছেন, “খাস জমিতে রিসোর্ট নির্মাণের বিষয়টি আগে জানা ছিল না। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংশ্লিষ্টদের মতামত:
আওয়ামী লীগ নেতা মোস্তফা মেম্বারের দাবি, “আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে রিসোর্টটি বানিয়েছিলাম। বিএনপি নেতারা দখল করায় বড় লোকসানে পড়েছি।” অপরদিকে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলার প্রমাণ স্বরূপ একটি ভাইরাল ভিডিওও দেখানো হয়েছে।
“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”