সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদসহ ১২৪ জনের নামে কিশোরগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বিএনপি কর্মী তহমুল ইসলাম এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদসহ ১২৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতির বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাদী অভিযোগ করেছেন, আন্দোলনকালে তিনি আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মামলার অভিযোগ দায়ের করেন।
কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, মামলাটি তদন্তাধীন। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে জেলায় প্রায় অর্ধশত মামলা দায়ের হয়েছে। এসব মামলায় প্রায় ১৪ হাজার মানুষকে আসামি করা হয়েছে।
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”