শিরোনাম

একে একে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Views: 6

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে অপরাধে জড়িত এবং বিতর্কিত ভূমিকা রাখা ব্যক্তিদের সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ রয়েছে, তাদের সবাইকে ধরা হবে। প্রতিদিন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে ধরপাকড় চলছে। আজকে মতিউর, যাকে ছাগল মতিউর বলা হচ্ছে, তাকেও ধরা হয়েছে। অন্যরাও সময় মতো ধরা পড়বে। তবে যারা লুকিয়ে আছেন, তাদেরও খুঁজে বের করে ধরা হবে।”

অনেক পুলিশ সদস্য, যারা বিতর্কিত ভূমিকা পালন করেছেন, তাদের অনেকে এখনও বদলি, পদোন্নতি ও পদায়নের সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যাদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ বা প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও অপরাধীরা ছাড় পাবে না।”

তিনি আরও জানান, “ধরা পড়ার পরও কিছু কর্মকর্তা আবার পালিয়ে যাচ্ছেন। তবে কাউকে আইনের ঊর্ধ্বে থাকতে দেওয়া হবে না।”

বিতর্কিত কর্মকর্তাদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো পুলিশের সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ করছি। প্রতিটি অভিযোগ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “পাশের দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক তথ্য দিয়েছেন। তবে আরও অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজন আছে। সাংবাদিকদের এই কাজ আইনশৃঙ্খলা বাহিনীর জন্যও সহায়ক হবে।”


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *