এবার ইসরায়েলে হামলা চালানোর হুমকি ‘হুথি’দের

চন্দ্রদীপ ডেস্ক : ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চারদিন ধরে যুদ্ধ চলছে। এই সংঘাত আপাতত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এতে ইসরায়েলকে সহযোগিতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ ব্যাপারে এবার সামনে এল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথি নেতা আবদেল-মালেক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলেন, গাজার ক্ষেত্রে রেড লাইন আছে। অন্যান্য গ্রুপের সঙ্গে সমন্বয় করতেও তারা প্রস্তুত বলে জানানো হয়েছে।

এদিকে গাজা ও লেবানন থেকে ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালানো হয়েছে। গাজা থেকে রকেট ছোড়ার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আশকেলনে সতর্কতা সংকেত বাজানো হয়।

অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও হামালা চালানো হয়েছে। এসময় ইসারায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত শহরগুলোতে সাইরেন বাজানো হয়। তবে এঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা