শিরোনাম

বরিশালের গৌরনদীতে চাম্বল গাছ থেকে ঝরছে মিষ্টি রস

Views: 89

বরিশাল অফিস :: অনবরত মিষ্টি রস ঝরছে চাম্বল গাছ থেকে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাকে অলৌকিক ভেবে চাম্বল গাছের রস পান শুরু করেছে গাছ দেখতে আশা দর্শনার্থীরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের।

ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রহ্রাদ বেপারী জানান, একই বাড়ির প্রদীপ বেপারির একটি চাম্বল গাছ থেকে গত শনিবার সকাল থেকে রস বের হওয়া শুরু করে। এরপর গাছ জুড়ে মৌমাছি, প্রজাপতি ও মাছি উড়তে দেখে বাড়ির লোকজন। পরে গাছ থেকে রস বের হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। বিষয়টি মূহুর্তে এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে আশপাশের গ্রামের বাসিন্দারা সকাল থেকে বিকেল পর্যন্ত গাছটি দেখতে ভীড় করছেন। কেউ কেউ আবার এটাকে অলৌকিক ভেবে মনের বাসনা পূরণের আশায় চাম্বল গাছের রস পান শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ জানান, এক ধরনের পোকার আক্রমনের কারণে এরকম ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি না দেখে নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। তিনি আরও জানান, সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *