বরিশাল অফিস :পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময় সভা, প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রণোদনা বিতরণ ও উপজেলা পরিষদের সামনে সরকারি পুকুর পাড়ে বিবর্তনের বাংলাদেশ দেয়াল চিত্র উন্মোচন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার মুজিব শতবর্ষ মঞ্চে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না, আমরাযে বলে না শাকসবজির দাম বেড়ে গেছে এই দাম আপনি কমাতে পারেন, আশ্রয়নের আবাসনের বিভিন্ন ফাঁকা জায়গায় শাকসবজি চাষ করে নিজেদের চাহিদা মিটবে এবং স্বাবলম্বীও হওয়া যাবে। মতবিনিময় সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের সুবিধাভোগীরা।