শিরোনাম

পটুয়াখালীতে লোহালিয়া ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Views: 59

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালী জেলায় এলজিইডি’র আওতায় লোহালিয়া নদীর উপর নির্মিত লোহালিয়া সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোহালিয়া নদীর উপর ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পিসি গার্ডার ব্রিজসহ ১২টি প্রকল্প এবং পায়রা নদীর উপর পায়রা কুঞ্জু সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন জানান, ২০১১ সালে ৪৬৪.৭৫ মিটার দীর্ঘ ওই গার্ডার ব্রিজ নির্মাণের চুক্তিমূল্য ধরা হয়েছিল ৪৬ কোটি ৪৪ লাখ টাকা। এ ব্রিজটি সমপ্রসারিত করে ৫৭৬.২৫ মিটার দীর্ঘ ব্রিজটি দ্বিতীয় পর্যায়ে চুক্তিমূল্য ৯৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় হয়। ব্রিজটির প্রস্থ ৯.২৫ মিটার, ক্যারিজ ওয়ে ৭.৩ মিটার, ফুটপাথ ০.৯৭৫ মিটার।
লোহালিয়া ব্রিজ উদ্বোধনের ফলে পটুয়াখালী জেলা শহরের সঙ্গে বাউফল, দশমিনা, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জনগণের সরাসরি যোগাযোগের পাশাপাশি ওই এলাকায় কৃষি ও শিল্পজাত পণ্য, শিক্ষা, চিকিৎসা আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি সঞ্চার হবে বলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষ জানান।

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে  সারা দেশে উন্নয়ন প্রকল্পসমূহ উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে স্থানীয় ৫ জন এমপি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *