বরিশাল অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার গৌরনদী উপজেলার ধুরিয়াইল গ্রামে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে যুবলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়গ্রুপের সাতজন আহত হয়েছে। গুরুত্বর আহত তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের যুবলীগ নেতা শাওন হাওলাদার গ্রুপের সাথে নন্দনপট্টি গ্রামের যুবলীগ নেতা মাওলা সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে ধুরিয়াইল এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে যুবলীগ নেতা শাওন হাওলাদার, কালু বেপারী, রাহাত খলিফা, আলামিন সরদার, সাহাব হাওলাদার, মঈন শিকদার, শাওন শিকদার আহত হয়। গুরুত্বর আহত শাওন হাওলাদার, কালু বেপারী ও রাহাতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শাওনের বাবা হাবুল হাওলাদার বাদী হয়ে বুধবার সকালে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।