বরিশাল অফিস: পটুয়াখালীর বাউফলে ৩ দিন ব্যাপী দুগ্ধ জাত গাভী পালন ও দুগ্ধ বিপণন প্রশিক্ষণ শুরু হয়েছে। বাউফল উপজেলা বিআরডিবি পল্লী জীবিকায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় উপজেলার পল্লী উন্নয়ন সমিতির ৪০ জন অসচ্ছল সুবিধাভোগী মহিলাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন আজ (১৫ নভেম্বর) বুধবার বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী জঙ্গিবাদ, সার্টিফিকেট মামলা, মাদক ও বাল্যবিবাহ সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। এর আগে মঙ্গলবার বাবুল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাভী লালন পালন, দুগ্ধ বিপণন, গাভী প্রসাব এর আগেও পরে খাবার রোগ প্রতিরোধ বিষয় প্রশিক্ষণ প্রদান করেন। আগামীকাল বৃহস্পতিবার বিআরডিবি পটুয়াখালী জেলার উপ-পরিচালক উপস্থিত থেকে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ঋণ নীতিমালা সহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহ দারিদ্র বিমোচনে পল্লী উন্নয়ন দলের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ তুরাল প্রমাণিক। প্রশিক্ষনের সার্বক্ষণিক তদারকি করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব বেগম। ১৪- ১৬ নভেম্বর তিনদিনের এ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হবে।