শিরোনাম

কোহলির স্বপ্নের রেকর্ড, শামির ৭ উইকেট, ফাইনালে ভারত

Views: 70

চন্দ্রদীপ ডেস্ক : স্বপ্নের মতো বিশ্বকাপে শামির আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স। বিশ্বকাপে ভারতের আরেকটি ‘পূর্ণাঙ্গ’ পারফরম্যান্স। টানা ১০ ম্যাচ জয়, শিরোপার জন্য দরকার আর একটি! ১৯ নভেম্বর আহমেদাবাদের ফাইনালে ভারতের প্রতিপক্ষ ঠিক হবে আগামীকাল। কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে যেখানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

৩৯৮ রানের লক্ষ্যে নিউজিল্যান্ডকে করতে হতো দুর্দান্ত কিছু। ড্যারিল মিচেলের ইনিংস আশা জুগিয়েছিল তাদের। উইলিয়ামসনের সঙ্গে জুটিতে ভালো একটা ভিতও পেয়েছিল কিউইরা।

কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে ভারতকে দারুণভাবে এগিয়ে দিয়েছেন শামি। উইলিয়ামসনের ক্যাচ ফেলেছিলেন, ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো মুহূর্ত ছিল সেটি। কিন্তু শামির বোলিংয়ে আসলে ম্লান হয়ে যাওয়ার কথা সবই!

২০১৯ সালের সেমিফাইনালে ভারতকেই হারিয়ে ফাইনালে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার ফলটা ভিন্নই হলো। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরি, শামির ৭ উইকেট—ভারত এখনো অপরাজিত। ১২ বছর পর ঘরের মাটিতে আরেকটি শিরোপা পেতে সেই অপরাজিত থাকার ধারাটি ধরে রাখতে হবে আর এক ম্যাচ!

অন্যদিকে টানা দুটি ফাইনাল খেলার পর এবার সেমিফাইনালেই থামলো নিউজিল্যান্ড।  শিরোপার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু বছর।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *