মো:আল-আমিন,পটুয়াখালী : পটুয়াখালীতে অসচ্ছল ও অসুস্থ ৮০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের প্রায় ৭০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকালে পটুয়াখালী পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কের সিটি সেন্টার মিলনায়তনে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুঁইয়া)।
এসময় আলী আশরাফ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবা