হামাসের চেয়ারম্যান হানিয়ে ও তার পরিবারের সদস্যরা অবশ্য গাজায় থাকেন না। গত বেশ কয়েক বছর ধরেই কাতারে বসবাস করছেন হানিয়ে। তবে তার গাজার বাসভবনটি হামাসের জ্যেষ্ঠ নেতা ও কমান্ডাররা বৈঠক ও বিভিন্ন সাংগঠনিক প্রয়োজনে ব্যবহার করতেন বলে দাবি করেছে আইডিএফ।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে কয়েক শ’ হামাস যোদ্ধা। সেখানে নির্বিচারে শত শত মানুষকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।
হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার ৩০০ জন।
সূত্র : দ্য গার্ডিয়ান, আল আরাবিয়া