আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। গণতান্ত্রিক উপায়ে সংসদীয়গণতণ্ত্রে যেভাবে সরকার চালিত হয়, নির্বাচন ঘোষণার পর সরকার যেভাবে চালিত হবে ঠিক সেভাবেই হবে।
জনগণ না মানার কারণেই একটি তত্ত্বাবধায়ক সরকারকে আসতে হয়েছে জানিয়ে তিনি বলেন, যদিও তখন সংবিধানে নির্বাচনের তিন মাসের ম্যান্ডেট ছিল। তিন মাস থাকতে পারে শুধু নির্বাচন করার জন্য কিন্তু তারা দুই বছর ছিল। আপনার কথাটা যে সত্য নয়, এতেই প্রমাণ হয়।
আপনারা বলেছিলেন একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। যদি একটি দল নির্বাচনে না আসে তাহলে কীভাবে নির্বাচন গ্রহণযোগ্য হবে— এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে যদি জনগণ ভোট দেয়। কে আসলো বা কে না আসলো কোনো রাজনৈতিক দল আসলো কি না আসলো সেটা কোনো বড় বিষয় নয়। জনগণ যদি ভোট দেয় তাহলে সেটাই গ্রহণযোগ্য নির্বাচন। তার কারণ হচ্ছে জনগণ সব ক্ষমতার উৎস।