এস এল টি তুহিস.বরিশাল : পটুয়াখালীর গলাচিপায় ‘উপকূল বাতিঘর’ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। বৃহস্পতিবার অফিসার্স ক্লাব এর পাশে উপজেলা কেন্দ্রীয় গণগ্রহান্থাগার বাতিঘর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েনসহ সরকারি কর্মকর্তা ও সুধিজন।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের উদ্যোগে সর্ব সাধারনের পাঠাভ্যাস উন্নয়ন ও জ্ঞান প্রসারের জন্য ‘উপকূল বাতিঘর’ নামে গণগ্রহান্থাগার স্থাপন করেন। এখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের মনযোগ আকর্ষণে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। যে কেউ কমপক্ষে ৫টি বই দান করে বাতিঘরের সদস্য হতে পারবেন।