শিরোনাম

১৭ দিনে রেমিট্যান্স এলো ১১৮ কোটি ডলার

Views: 68

চন্দ্রদীপ ডেস্ক : চলতি নভেম্বর মাসের ১৭ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ১২৪ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা)।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, কৃষিব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোট চার লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং দেশে কর্মরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ মার্কিন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেপ্টেম্বর মাসে গত ৪৪ মাসের মধ্যে ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে কম প্রবাস আয় দেশে আসে। এরপর বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঘোষিত ২ টাকা ৫০ পয়সা প্রণোদনার পাশাপাশি প্রবাস আয় সংগ্রহকারী ব্যাংকগুলো আরো ২.৫০ শতাংশ প্রণোদনা দিতে পারবে―এমন অনুমতি দেয়। এ ছাড়াও প্রবাস আয়ের ডলার সংগ্রহ করার ক্ষেত্রে প্রয়োজনে আরো বেশি দামে কেনারও অনুমতি দেয়।

এর ফলে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাস আয় বাড়তে থাকে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে কম প্রবাস আয় আসার পর অক্টোবর মাসে প্রবাস আয়ে বেড়ে যায়। যা নভেম্বর মাসেও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ছয় কোটি ৯৮ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।

আগের বছরের নভেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন প্রায় পাঁচ কোটি ৩২ লাখ ডলার। আর চলতি বছরের অক্টোবরে প্রবাসীরা প্রতিদিন বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন প্রায় ছয় কোটি ৫৯ লাখ ১৯ হাজার মার্কিন ডলার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *