শিরোনাম

ইসরায়েলের টানেল গল্প ‘মিথ্যাচার ছাড়া কিছুই নয়’’

Views: 65

চন্দ্রদীপ নিউজ: আল-শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার দাবিকে উড়িয়ে দিয়েছে গাজা কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল-বোর্শ বলেন, ইসরায়েলের এ অভিযোগকে গল্প বলে উড়িয়ে দিয়ে বলেছ  এটা ‘ডাহা মিথ্যা’। খবর আল-জাজিরার

রোববার এক ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল দাবি করে, হামাসের এ সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। এ সুড়ঙ্গে আছে বিস্ফোরণরোধী দরজা।

ফুটেজে কংক্রিটের ছাদ দেওয়া একটি সংকীর্ণ রাস্তা দিয়ে গিয়ে একটি দরজায় দাঁড়ানোর ভিডিও দেখিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হামাস এ ধরনের দরজা ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তাদের কমান্ড সেন্টারে ঢুকতে বাধা দেওয়ার জন্য।’ দরজার ওপাশে কি আছে তা বিবৃতিতে বলা হয়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ‘ইসরায়েল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ) বলেছে, এ ফুটেজই স্পষ্ট প্রমাণ করছে যে, হাসপাতাল চত্বরে অনেক ভবনই হামাস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আড়াল রাখার জন্য ব্যবহার করে।

এদিকে হামাস গাজাজুড়ে তাদের শত শত কিলোমিটারের অনেক গোপন সুড়ঙ্গ, বাংকার থাকার কথা স্বীকার করলেও হাসপাতালের মতো জায়গায় এমন কোনও সুড়ঙ্গ বা কমান্ড সেন্টার থাকার অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *