পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বিশেষ করে পায়খানা ও প্রসাবের পরে পবিত্রতা অর্জনের জন্য ইসলামে বিশেষ তাগিদ দেয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) বলেছেন, মিরাজের সময়ে আল্লাহতায়ালা তাকে যখন জাহান্নাম দেখিয়েছেন, তখন তিনি দেখেছেন পুরুষের মধ্যে যারা জাহান্নামী তাদের বেশিরভাগ পায়খানা-প্রসাবের পর ভালোভাবে পবিত্র হয়নি। ধর্ম ও জীবন এই পর্বে এ সম্পর্কে লিখেছেন মাওলানা মানজুরুল হক, মুহতামিম, বাইতুল ফালাহ মাদরাসা ও এতিমখানা, আফতাব নগর, বাড্ডা, ঢাকা।
এসতেনজার আদব ও সুন্নতসমূহ:
১. এস্তেনজাখানায় প্রবেশের আগে বিসমিল্লাহ বলা
২. খালি পায়ে প্রবেশ না করা। প্রথমে ডান পায়ে জুতা পরা ( সহিহ বুখারী : ১৬৮, বাইহাকী: ৪৫৯)
৩. এস্তেনজাখানায় প্রবেশর পূর্বে এই দোয়া পড়া-বিসমিল্লাহী আল্লাহুম্মা ইন্নি আওজুবিকা মিনাল খুবসি অল খাবায়েস (সহিহ বুখারী ১৪২, ইবনে মাজাহ: ২৯৭, মুসান্নাফে আবি শাইব: (ভুলে গেলে প্রবেশের অথবা কাপড় উঠানোর পর মনে মনে দোয়া পড়া / মুখে উচ্চারণ না করা)
৪. এস্তেনজাখানায় প্রথমে বাম পা দিয়ে প্রবেশ করা (সহিহ বুখারী: ১৬৮, আবু দাউদ ৩২)
৫. এস্তেনজাখানায় বসার সময় প্রথমে ডান পা দিয়া পাদানিতে বসা এবং নামার সময় প্রথমে বাম পা দিয়ে নামা (আবু দাউদ: ৩২)
৬. বাম পায়ে ভর দিয়ে এস্তেনজা করা (ত্বাবারানি কবীর: ৬৪৭৬, বাইহাকী: ৪৬২)
৭. কেবলার দিকে মুখ ও পিঠ করে না বসা (বুখারী: ১৪৪, মুসলিম: ২৬৪)
৮. এস্তেনজাখানা হতে বের হ ওয়ার সময় প্রথমে ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া পরা -গোফরানাকা আলহামদুলিল্লা হীললাযি আযহাবা আন্নি আল আযা অ আফানি (আবুদাউদ: ৩২ ইবনে মাজাহ: ৩০০ ও ৩০১)
৯. কবরস্থান,মানুষ চলাচলের রাস্তার পাশে, গোসল খানায়, ছায়াদার ও ফলদার গাছের নিচে পেশাব-পায়খানা করা মাকরুহে তাহরিমি (সহিহ মুসলিম: ২৫৯, আবুদাউদ ২৭,মুজামুল আওসাত: ২৩৯২)
১০. বেজোড় সংখ্যায় ঢিলা ব্যবহার করা (বুখারী: ১৬১ ও মুসলিম ২৩৭)