শিরোনাম

বরিশালে বিনা অপরাধে ১ বছর সাজা খেটে মুক্তি পেলো ৯টি ছাগল

Views: 90

বরিশাল অফিস : : বরিশাল নগরীর মুসলিম গোরস্তানের ভিতর প্রবেশ করে ঘাষ ও গাছ পাতা খাওয়ার অপরাধে এক বছর বিসিসি’র খোয়ারে সাজা খেটে নব নির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় ৯টি ছাগল মুক্তি পেয়ে তরুন উদ্যোক্তা মালিকের কাছে ফিরে গেছে। ২০২২ সালের ৬ই ডিসেম্বর বরিশাল বিসিসি তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশেক্রমে নগরীর তরুন উদ্যোক্তা শাহরিয়ার সাচিব রাজিব এর উন্নত প্রজাতির ১৫ টি ছাগল আটক করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে ১৫টি ছাগল বিনানুমতিতে নগরীর মুসলিম গোরস্তানের গেইট খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে ঘাষ ও গাছের পাতা খাওয়ার অপরাধে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা।

অভিযোগ আছে, বন্দি অবস্থায় কয়েকটি ছাগল বাচ্চা দিয়েছে। এরইমধ্যে, অযতেœ আর অবহেলায় বেশ কয়েকটি বাচ্চা মারা যায়। ছাগলগুলো আটকের পর থেকে সিটি করপোরেশন সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ভুক্তভোগী ওই পরিবারটি মাসের পর মাস পেরিয়ে গেলেও ফিরে পায়নি তার পালিত ছাগলগুলো।

অবশেষে আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নজরে আসে বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর। পরে তার নির্দেশনায় ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিসিসি কর্তৃপক্ষ আটককৃত গবাদি পশুগুলো মালিক রাজিবের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকালে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *