বরিশাল অফিস: গত বৃহস্পতিবার কাউখালী সরকারি ডিগ্রী কলেজের পাঁচ কলেজ ছাত্র দুটি মোটরসাইকেলে করে পিরোজপুরে যাওয়ার পথে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের ধুপপাশা মোড়ে অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে কাউখালী সদর ইউনিয়নের বদরপুর ও মুক্তারকাঠি গ্রামের পাঁচ যুবক তোহা (১৮) জিয়াদ (২০) সজিব (২০) ইয়াসিন (২০) শাওন (২৫) মারাত্মক আহত হয়।
এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এর ভিতরে চার যুবকের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে নিয়ে ঢাকায় রওনা দেওয়ার পথের মধ্যেই বদরপুর গ্রামের মতলবে হোসেনের ছেলে ইয়াসিনের মৃত্যু হয়। এক কলেজ ছাত্র নিহত ও চার কলেজ ছাত্র মারাত্মক আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।