শিরোনাম

বাউফলে বিদ্যালয়ের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

Views: 67

মো: আল-আমিন (পটুয়াখালী):জেলার বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১-২০২২ ইং অর্থ বছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) আমেনা কনষ্ট্রাকশন নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে ওই বিদ্যালয়ের একটি উর্দ্ধমূখী ভবন নির্মাণ করে। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। বরং একাধিক স্থানের পলেস্তরা আঙ্গুলের খোঁচায় উঠে যাচ্ছে। নিম্মমানের কাঠ দিয়ে শ্রেণী কক্ষের দরজা তৈরি করা হয়েছে। একাধিক স্থানে পলেস্তরা না করেই চুন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ঢালাইয়ের সময় ষ্টিল সাটারিং ব্যবহার না করায় ডিজাইন একে বেঁকে গেছে।

আলী হোসেন নামের এক অভিভাবক বলেন, নিম্মমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করা হয়েছে। বিষয়টি নিয়ে তখন প্রতিবাদ করলেও ঠিকাদার কোনো কর্নপাত করেননি।

অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. মনু বলেন, নির্মাণ কাজে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা ঠিক করে দেয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, অনিয়মের বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

প্রকল্পের তদারকি কর্মকর্তা পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) উপ সহকারি প্রকৌশলী সম্রাট বাবর বলেন, অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *