শিরোনাম

পিরোজপুরের অটোরিকশার ধাক্কায় মহিলা শ্রমিকের মৃত্যু

Views: 91

বরিশাল  অফিস :: পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার সংলগ্ন বেলেডাঙ্গা নামক স্থানে অটো গাড়ির ধাক্কায় মিনতি রানী সিকদার (৩৫) নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত মিনতি রানী সিকদার দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের রামকৃষ্ণ সিকদার ঝন্টুর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ জানান, মিনতি রানী সিকদার সরকারের দেয়া ৪০ দিন প্রকল্পের আওতায় কাজ করছিলেন। প্রতিদিনের কাজের অংশ হিসেবে আজও সকালে কাজে যাচ্ছিলেন, হঠাৎ সামনে থেকে একটি অটো গাড়ি তার গায়ের উপর উঠিয়ে দিলে মাথায় প্রচন্ড আঘাতের ফলে রাস্তার বাইরে ছিটকে পড়ে। তাৎক্ষণিক তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *