শিরোনাম

জেলেনস্কির বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে গিয়ে ইউক্রেনীয় নারী আটক

Views: 24

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর রুশ হামলার পরিকল্পনায় সহযোগিতার অভিযোগে এক ইউক্রেনীয় নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ। ইউক্রেনের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় তথ্যদাতা ওই নারীকে আটক করা হয়। সোমবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ।

এসবিইউ জানিয়েছে, আটক হওয়া নারী ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে জেলেনস্কির সফরের ভ্রমণসূচি খুঁজে বের করতে গোয়েন্দাগিরি করছিলেন। সংস্থাটি ওই নারীকে আটকের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে, মুখোশধারী কর্মকর্তারা একটি রান্নাঘরে নারীকে আটক করেছেন। তবে ওই নারীর চেহারা ঝাপসা করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে সামরিক কার্যকলাপ সম্পর্কে মুঠোফোনের কিছু বার্তা এবং হাতে লেখা নোটও প্রকাশ করা হয়েছে। এসবিইউ বলেছে, ইউক্রেন সময়ের আগেই চক্রান্ত সম্পর্কে সচেতন ছিল এবং জেলেনস্কির সফরের সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়াকে ‘মাইকোলাইভ অঞ্চলে ব্যাপক বিমান হামলার’ প্রস্তুতি নিতে সহায়তা করেছে। তিনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং গোলাবারুদসহ গুদামগুলোর অবস্থানের তথ্য খুঁজছিলেন।

এসবিইউর মতে, রাশিয়ার গোপন পরিষেবাগুলোতে গোয়েন্দা তথ্য দেওয়ার চেষ্টা করার সময় কর্মকর্তারা ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। দোষী সাব্যস্ত হলে তাকে ১২ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে। মস্কোর সামরিক বাহিনীকে তথ্য দেওয়ার জন্য ইউক্রেন নিয়মিত স্থানীয় বাসিন্দাদের অভিযুক্ত করে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *