Views: 27
দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঞ্জাবের অ্যাটক জেলা কারাগারে আছেন। দ্বিতীয় শ্রেণির কয়েদির সুবিধা দেওয়া হচ্ছে তাঁকে। ওই কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।
গত শনিবার ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজা ঘোষণা করার পরই ইমরান খানকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই সন্ধ্যায় তাঁকে পাঠানো হয় অ্যাটক জেলা কারাগারে। ইমরানই পাকিস্তানের প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রী, যাঁকে এই ‘কুখ্যাত’ কারাগারে রাখা হয়েছে।