চন্দ্রদীপ নিউজ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি রাজনৈতিক দলের ৩০০ সংসদীয় আসনে মোট ২৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি আসনের জন্য আজ (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ২৭৪১ জন মোট মনোনয়নপত্র দাখিল করেছে। মোট দাখিলকৃত মনোনয়নপত্র সমূহে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে।
তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিন। এদিন বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। মনোনয়নপত্র জমা দেওয়া মোট ২৭৪১ জন প্রার্থীর মধ্যে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭৩জন।
২৭৪১ জন প্রার্থীর মধ্যে ফেনী-১ আসনে সর্বোচ্চ ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছে। সর্বনিম্ন ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক আসনে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে বিভিন্ন দলের ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলেই অংশ নেয়। মনোনয়নপত্র জমার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ছিল ৪৯৮টি আর দলীয় মনোনয়নপত্র ছিল ২৫৬৭টি। অনলাইনে মাত্র ৩৯টি মনোনয়নপত্র জমা হয়, বাকিগুলো প্রচলিত পদ্ধতিতে সরাসরি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে।
চন্দ্রদীপ নিউজ/ এস এল টি