তৈয়বুর রহমান (ভোলা): ভোলায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভোলা সদর মডেল থানা পুলিশ। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মিরা বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে।
মঙ্গলবার মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে তার মতামত ছাড়াই বিয়ে দেয়ার চেষ্টা করে পরিবারের সদস্যরা। একই জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জামালের সাথে বিয়ে ঠিক করে। বিষয়টি এলাকায় জানা জানি হলে দক্ষিণ দিঘলদী ইউনিয়নের এক চৌকিদার বিয়েটি বন্ধ করার জন্য ৯৯৯ -এ কল দেয় এবং বিষয়টি পুলিশকে জানায়। পরে ভোলা সদর মডেল থানার এসআই মোঃ নোমান ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে।সেই সাথে মেয়ের বাবা ও মা যেন এই ধরনের কাজ ভবিষ্যতে না করে তার জন্য তাদের কাছ থেকে মুচলেখা নেয়।
এদিকে মেয়ের বাবা তার ভুল বুঝতে পেরেছেন এমনটাই সাংবাদিকদের তিনি জানান।সে পুলিশকে মুচলেকা দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বাল্য বিবাহ দেয়া একটি দন্ডনীয় অপরাধ এটা আমি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। এখন থেকে আমার মেয়ে যতদূর পড়তে চায় আমি পড়াবো এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক হলে ওর মতামত নিয়েই বিয়ে দিবো।