চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে কাজ করে বাংলাদেশে পরিচিত পান ওপার বাংলার টিভি পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় ইধিকার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর থেকেই একাধিকবার কলকাতা থেকে ঢাকায় এসেছেন এই নায়িকা। নিজেকে দাবি করেছেন দুই বাংলার ভক্তদের হৃদয়ের ‘প্রিয়তমা’ হিসেবে।
গত রোববার (১০ ডিসেম্বর) ছিল দেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। বাবার জন্মদিন উপলক্ষ্যে এদিন বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছিলেন রাষ্ট্রপতির ছেলে খ্যাতিমান প্রযোজক আশরাফ আদনান। যেখানে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী ইধিকা পাল, কোর্টনি কফিসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় সাফল্যের পর ইধিকা পাল জুটি বাঁধছেন শরিফুল রাজের সঙ্গে নতুন সিনেমায়। জানা গেছে, ছবির নাম ‘কবি’। শাকিবের পর খুব শীঘ্রই রাজের সঙ্গে শুটিংয়ে দেখা যাবে ওপার বাংলার এই নায়িকাকে।