শিরোনাম

কাজের বাইরেও জীবন আছে, সময় থাকতে বোঝেননি বিল গেটস

Views: 28

জীবনে কাজের বাইরেও যে একটি জীবন রয়েছে তা বার্ধক্য আসার আগে বুঝতে পারেননি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটস। সম্প্রতি নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে (এনএইউ) এক বক্তৃতায় বিল গেটস বলেছেন, তারুণ্য পেরিয়ে বার্ধক্যে পা রাখার আগ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পারেননি যে, কাজের বাইরেও মানুষের আলাদা একটা জীবন রয়েছে।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার অবলম্বনে লিখেছেন মোহাম্মদ খান

বিপুল অর্থ উপার্জনের পাশাপাশি মানবসেবা ও দানের জন্যও সমান খ্যাতি রয়েছে বিল গেটসের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্দার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তৃতায় গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যখন আমি আপনাদের বয়সে ছিলাম, তখন আমি অবকাশ যাপনে বিশ্বাস করতাম না। সপ্তাহান্তে ছুটি নেয়াতে বিশ্বাস করতাম না। আমি আমার আশেপাশের সবাইকে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতাম।’
৬৭ বছর বয়সী এই বিজনেস ম্যাগনেট জানান, মাইক্রোসফটের শুরুর দিনগুলোতে তিনি কর্মজীবনে ভারসাম্য আনার গুরুত্ব বুঝতে পারেননি, তাই কোন কোন কর্মী অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে তা নজরে রাখতেন সেসময়।
বিল গেটস বলেন, ‘আমার শিক্ষাটা পেতে যতদিন সময় লেগেছে, তোমাদের যেন এত দীর্ঘ সময় না লাগে। নিজের সম্পর্কগুলোকে যত্ন করার জন্য, সফলতা উদযাপনের জন্য এবং ক্ষতি কাটিয়ে ওঠার জন্যেও সময় নাও। যখনই প্রয়োজন মনে হবে বিরতি নাও। তোমার আশেপাশের মানুষের যখন এই বিরতি দরকার হবে, তখন তাদের সঙ্গেও স্বাভাবিক আচরণ বজায় রাখো।’
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *