শিরোনাম

জোট-মহাজোটের গ্যারাকলে বরিশাল-৩ আসন !

Views: 73

এস এল টি তুহিন,বরিশাল :: আবারো জোট-মহাজোটের গ্যারাকলে পরলেন বরিশাল-৩ আসন। থাকছেন না আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ! ছাড়তে হচ্ছে জোটের অন্যতম শরিকদল ওয়ার্কার্স পার্টিকে। ফলে হতাশা আর ক্ষোভে ফেটে পরছেন বরিশাল-৩ সংসদীয় আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই জোটের কারণে আসন হারাতে হয়েছে আওয়ামীলীগকে। কখনও জোট কখনও মহাজোট থেকে প্রার্থী মনোনিত হওয়ায় এভাবেই এখানকার নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে প্রকৃত নৌকার মাঝি থেকে।

চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ-মুলাদী আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা একজোট হয়ে মাঠে নেমেছিলেন নৌকার মনোনয়ন আওয়ামী লীগের নেতৃত্বের হাতে তুলে আনবেন। জনগনের দাবীর প্রতিফলনে আওয়ামী লীগের মনোনয়ন পান সরদার খালেদ হোসেন। ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। আট-ঘাট বেঁধে স্বতঃস্ফূর্ত ভাবে মাঠে নামেন আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী ও সমর্থকরা। এবারও জোট মহাজোটের গ্যারাকলে আবারো হতাশায় নিমজ্জিত হলেন আওয়ামী লীগ।

এবার জোটের কারণে ১২১বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনটি ১৪ দলীয় জোটের শরিকদের ছেড়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সে সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-৩ আসনটি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছেরে দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মহাজোটকেন্দ্রীক রাজনীতিতে বেশ টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

রাশেদ খান মেনন এই আসনে মনোনয়ন পাওয়ার খবরে বাবুগঞ্জ-মুলাদীর আওয়ামী লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বাস কমেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেছেন, ২২ বছর পর আওয়ামী লীগের কোনো নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাওয়ায় তাঁরা খুব আনন্দিত হয়েছিলেন। এখন সেই আনন্দে ভাঁটা পড়েছে। মহাজোটের কারণে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী আফজালুল করিম মনোনয়নপত্র জমা দেওয়ার পর তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।

নাম প্রকাশের অনিচ্ছুক মুলাদী-বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা বলেন র্দীঘদিন পর বরিশাল-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন পাওয়ার ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। কিন্তু জোট-মহাজোটের কারণে আবারো আসনটি শরীকদের হাতে চলে যাচ্ছে এটা সত্যিই আমাদের জন্য হতাশার বিষয়। অতীতের কর্মকান্ডের বিষয়ে হিসেব নিকেশ করে আগামীর নির্বাচনে ভোট প্রদান করবেন তারা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *