Views: 48
বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে এই নির্বাচনে অংশ নেয়নি প্রধান বিরোধী দল বিএনপি। নির্বাচনে না গিয়ে সরকার পতনের এক দফা দাবিতে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।
তাদের অবরোধের মধ্যে রেললাইন উপড়ে ফেলে ট্রেন ফেলে দেওয়া ও বাসসহ অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নির্বাচন পূর্ববর্তী এসব সহিংসতা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অন্তরায় হয়ে দাড়াচ্ছে কি না— এমন প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। এর জবাবে তিনি বলেছেন, বাংলাদেশে সহিংসতা বিহীন নির্বাচন দেখতে চান তারা।