শিরোনাম

আওয়ামী লীগ-জাতীয় পার্টি বৈঠক সমঝোতার ঘোষণা আজ

Views: 51

চন্দ্রদীপ নিউজ : কয়েক দফা বৈঠক করেও আসন সমঝোতা প্রশ্নে সম্মানজনক ঐকমত্যে পৌঁছাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই দল আসন সমঝোতা করে ভোট করবে, এমন সিদ্ধান্ত হলেও জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত কতটি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ-এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনে নৌকার প্রার্থী থাকবে না-এমনটা আগেই আশ্বাস দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে এই আসন সংখ্যা কত, এ নিয়ে চূড়ান্ত সমঝোতায় আসতে পারেনি এখন পর্যন্ত দুই দল। আজ শনিবার আরও একদফা বৈঠক শেষে এ বিষয়ে সুস্পস্ট ঘোষণা দেওয়া হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কঠোর গোপনীয়তা রক্ষা করে শুক্রবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কার্যালয়ে দুই দলের নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে একদিকে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে নেতৃত্ব দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। গভীর রাত পর্যন্ত চলা এই বৈঠকে জাতীয় পার্টিকে বেশকিছু আসনে ছাড় দেওয়ার কথা জানায় আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টিও কমপক্ষে অর্ধশত আসনে ছাড় দাবি করে।
বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শেষে দুই পক্ষ একটি ঐকমত্যে পৌঁছাতে চেষ্টা করে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে আওয়ামী লীগের দেওয়া প্রস্তাবে জাতীয় পার্টি পুরোপুরি সায় দেয়নি। দলটি আরও অনেক বেশি আসনে ছাড় চায় বলে জানা গেছে। এ কারণে কাছাকাছি এসেও ঝুলে আছে সমঝোতার বিষয়টি। তাই আরও একদফা বসবেন নেতারা।

বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্যে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনে দল মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে। অন্যদিকে ২৯৪ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।

আগামীকাল ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আসন সমঝোতা বা ভাগাভাগি যা করার এর আগেই করতে হবে। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকের পর আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের শরিক ১৪ দলের তিন দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং জাতীয় পার্টি-জেপিকে সাতটি আসনে ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এখন চলছে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলাপ-আলোচনা। দুই দলের মধ্যে আসন নিয়ে শেষ সময়ের দফারফা চলে। আজ শনিবার আরও একদফা আলোচনায় বসে বিষয়টি ফয়সালা করবেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকর্মীদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। শনিবার এ বিষয়ে সুস্পস্ট ঘোষণা দেওয়া হবে। তবে এ বিষয়ে জাতীয় পার্টির কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

যদিও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু নানা সময়ে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার আলোচনায় বসবেন না তারা। তিনি বলেন, এখন পর্যন্ত আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার সিদ্ধান্ত নেই আমাদের। আমরা কোনো তালিকাও তাদের দেব না। এবার জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। এখন পর্যন্ত এ সিদ্ধান্তই বহাল রয়েছে বলে জানান মো. মুজিবুল হক চুন্নু।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *