মো: আল-আমিন ( পটুয়াখালী): পৌর এলাকার টাউন জৈনকাঠিতে শিশু ধর্ষণ চেষ্টায় বশির মৃধা(৫০)নামে দুই সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. মিজানুর রহমান বাদী হয়ে পটুয়াখালী থানায় একটি মামলা করেছেন, মামলা নং ৮/২৩। সদর থানায় পুলিশ অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
ভিকটিম শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন পুলিশ। পটুয়াখালী পৌর এলাকার টাউন জৈনকাঠির হাওলাদার বাড়ীতে এমন ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। ৯ আগষ্ট দুপুরে অঝোরে বৃষ্টিপাত শুরু হলে বাড়ীর আঙিনায় খেলা করছিল। এসময় অভিযুক্ত বশির মৃধা তার ঘরে নিয়ে যান এবং ধর্ষনের চেষ্টায় লিপ্ত হন। পরবর্তীতে ভিকটিম ভয়ে ভীত হয়ে চিৎকার করলে বাড়ীর অন্যান্যরা এগিয়ে আসেন।স দর থানার ওসি মোহাম্মদ জসীম বলেন ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।