রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি বন্যায় চীনে চলতি মৌসুমে এ পর্যন্ত ৭৮ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপির।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, হেবেই প্রদেশেই মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। গত দুই সপ্তাহ আগে চীনে টাইফুন ডকসুরি আঘাত হানার পর দেশটিতে রেকর্ড বৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এতে করে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত হেবেইতে ভারী বৃষ্টিতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। এখনো আরও ১৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।
অন্যদিকে চলতি সপ্তাহে দেশটির রাজধানী বেইজিংয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন উদ্ধারকর্মীও ছিলেন। এ ছাড়া গত সপ্তাহে বৃষ্টিতে দেশটির জিলিন প্রদেশে বৃষ্টিতে ডজন খানের বেশি লোক মারা গেছে। প্রতিবেশী লিয়ানিং প্রদেশে গত মাসের শেষদিকে ভারী বৃষ্টিতে দু’জনের মৃত্যু হয়েছে।